এই পৃথিবীর সাতশ কোটি মানুষের মাঝে আজ বড় একা আমি তোমাকে হারিয়ে জাকিয়া

বড় একা আমি নিজের ছায়ার মত শুন্যতার মত দীর্ঘস্বাস এর মত নিস্বঙ্গ বৃক্ষের মত নির্জন নদীর মত বিচ্ছিন্ন দ্বীপ এর মত মৌন পাহাড়ের মত আজীবন দন্ড প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামির মত বড় একা আমি বড় একা ।