জন্ম থেকে জ্বলছি মাগো-এবার আদেশ করো.তুমি আদেশ করো-ভাঙ্গনের খেলা খেলবো,

"আমার ছবি-আমি একা,খুব-ই একা,ভাঙ্গনের এই পৃথিবীতে আমি একা,কোটি কোটি মানুষের ভিড়ে নিজেকে একাই খুজে পাই,স্বার্থের এই পৃথিবীতে আমার কেউ নেই,স্বর্থের টানে প্রিয়জন আজ ওনেক দূরে .একাই হাসি.একাই কাদি,উনিশ বছর বয়স হয়ে গেলো কিছুই করতে পারলাম না,পর-নির্ভরশীল আমি আজ প্রতিটা মুহুর্তে হোছট খাই.ইয়া আল্লাহ আমার সহায় হও"-জাবের খান(13/07/2012)