ও আল্লাহ,মানুষরে নিয়া আমি এতো আশা করলাম,এতো কথা বললাম আর আজ আমারে নিয়া ভাবার কি কেউ নাই? কেমন বিচার তুমার? কেমন নিস্টুরতা?আল্লাহ?অবশেষে আমার ও-বাস্তব স্বপ্ন বাস্তব হলো? ও আল্লাহ জীবন যুদ্ধে আজ আমি নামবো তুমার বিশাল দুনিয়ায় অজানা পথে যাবো আজ,যাবো শান্তির পথে, একাকী হেঁটে-তুমি সহায় থাকো শুধু আমার,আর যদি হেরে যাই তবে সোজা চলে আসবো তুমার কাছে তুমি ও মোরে দূরে ঠেলে দিও না খোদা-জাবের খান-(দুঃখ রজনীর রাজ)