
তুমি আজ কত কাছে,মনে হয় যেন দূরে,আজ আমার চোখের জল দেখার কেউ নেই,তুমার ও,বলো কেনো এমন হয়?ভুলে যেও না আমায় কখনো,জানি তুমার জান গেলেও যাবে না,মনের শান্তনা শুধু,আজ এই প্রিথিবীর সবচেয়ে একা মনে হচ্ছে নিজেকে,তুমি পাশে তবুও,কখনো কি পাবো না তুমায়?সবাইতো মানুষ,কেনো বুঝেনা ওরা?আমার জল আমার ই থাক,দুয়া করি আল্লাহ তুমার আমার মনের আশা পুর্ণ করুন-আমিন(হিডেন ব্লগ সি জাবের-28/08/2012মঙলবার)