সার্থের কাছে নত মনুষ্যত্বের অপরাধী বিস্বাসী আমি কষ্টের এক দূতাবাস

এই পৃথিবীতে প্রোয়জন অনেক,যতটা না মানুষের চাহিদা অভাব ঠিক ততটাই আমার মত অনেকের,বেঁচে থাকার তাগিতে প্রোয়জন আহার,চলমান এই পৃথিবীর চলন্ত জীবনে প্রোয়জন টাকা,বাড়ী,গাড়ী,ধন-সম্পদ,মান গৌরব আর উচু বংশ মর্যাদা ।আজ ঠিক ততটা নেই আমার,আছে প্রতিটা মুহুর্তের বুকফাটা আর্তনাদ,কষ্ট,কান্না,হারিয়ে যাওয়া মুখরিত মুহুর্তের প্রতিটা ক্ষণ,আজোবদি যতটা বুঝেছি এই চলমান পৃথিবী থেকে টাকা সত্যই দ্বিতীয় ভগবান ।টাকার পূজারী কিছু মানুষ নয়,দুর্ভাগ্য অনেক মানুষ কিনে নেয় অতীত বর্তমান সুখ,দুঃখ আনন্দ বেদনা,আমার আছে আকড়ে রাখা মুহুর্ত,আর ফেলে আসা প্রতি মুহুর্তের মুখরিত সময়ের স্মৃথির বেদনা,আজ বড় কষ্ট লাগে যখনি ভাবি আমার এই পৃথিবীতে কেউ নেই,কিছু নেই,সত্যই নেই ত,আমার বিস্বাস আমার অপরাধ,সত্যই নিজের কাছে নিজেই ভূমিহীন জমিদার অন্য কারো কাছে নয়,এটাই প্রশান্তি আজো আছি আমি সব সুখ,দুঃখ,অতীত,কষ্ট,কান্না নিয়ে সেই আগেরি মত.......
Jaber-04/07/2012-09.18pm