জীবনের নীল কষ্টগুলো,বাস্তব মানুষ,বাস্তব আমি

মানুষের সহ্য ক্ষমতা হয়ত ততটাই থাকে যতটা সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন,সৃষ্টির শ্রেষ্ট এই মানুষই আঘাত করে সে ক্ষমতায়,আজ বারবার মনে পড়ছে কতটা নিষ্টুর আর বেইমান হতে পারে মানুষ,কতটা সার্থপর কতটা ধোকাবাজ হতে পারে এই মানুষ,পাষাণ মানুষগুলো আজ কেড়ে নিয়েছে আমার সুখ,শান্তি,আনন্দ হাসি,মুখরিত মুহুর্তগুলো,কেড়ে নিয়েছে এ জীবন,আজ বাঁচা মরার মধ্যে আমার কোন পার্থক্য নেই,আছে শুধু আজো সেই অন্ধ বিস্বাস,যে বিস্বাস আজ আমার কষ্ট,যে বিস্বাস আজ আমার কল্পনা মাত্র,হয়ত সেদিন আমিও অমানুষ হতে পারতাম,হয়ত আমিও পারতাম সেদিন ছলনা করতে,শুধু পাক-পরওয়া মহান আল্লাহকে বিস্বাস করেছিলাম,আশরাফুল মাখলুকাত মানুষকে বিস্বাস করেছিলাম,বিস্বাস করেছিলাম মনুষত্ব্যকে,মানবতাকে,আজ প্রতিটা মুহুর্ত,প্রতিটা রাত বড় কষ্টে কাটে আমার,মিথ্যে এ মানুষগুলোকে না পারি বুঝাতে,না পারি নিজেকে বুঝাতে,আজো আমি এতটুকুই জানি,জাকিয়া নিজের জীবনের চেয়ে অনেক অনেক বেশী ভালোবাসি তোমায়,হয়ত আকাশ পাতাল পার্থক্য দুজনার,হয়ত বামুন হয়ে চাঁদ ধরা,তফাত শুধু এতটুকুই তুমি এ পৃথিবীকে নিয়ে পৃথিবীর মানুষকে নিয়ে খেলছো আর আমি নিজের জীবন নিয়ে,হয়ত অনেক অনেক সুখে শান্তিতে আছো,থাকবে,থাকতে পারবে,শুধু মনে করে দেখো একটাবার একটা মানুষ তোমার জন্যে কত কি না করেছে,তুমি আমি আর এক মহান আল্লাহ জানেন এ জীবন,এ করুণ নিয়তি,এ বাস্তবতা........
জাবের/-25/09/2013/01.02এ.এম