তুমি বন্ধু আমার চিরো সুখে থাকো,,বিদায় বার্তার ইঙ্গিত,-জাবের খান-30/08/2012

কেনো বারবার আঘাত পাই আমি?আজ কেনো আমি এত অসহায়? আর তুমি কেনো আমার সেই সুখের দিন গুলি কেডে় নিলে?আজ তুমার কাছে ভিক্ষা চাচ্ছি আমার সেই দিনগুলি ফিরেয়ে দাও! দাও ফিরেয়ে! দাও! এ কেমন অপরাধের শাস্তি দিলে আমায়?গাছে তুলে মই কেড়ে নিলে?আজ কেনো দূরে চলে যাচ্ছো?সব কথার জবাব দাও!কখনো নিজেকে নিয়ে ভাবিনি!তুমি ই আমায় স্বার্থপর বানিয়েছো!তুমার জন্যে আজ আমি সব ত্যাগ করেছি,কেনো দূরে যাচ্চো আজ কেনো কেনো কেনো-ঠিক আছে, কোনোদিন যদি শুনো আমি আর নেই সেই দিন ও আর অভিনয় করো না,অন্তত একটা বেহায়া বালক তুমার জন্যে তাকে দেখতে এসো,তাকে ও সঙ্গে এনো আর আমাকে দেখিয়ে বলো-এই সেই গ্রাম্য পশু,যাকে আমি ইচ্ছা মত মূর্তি বানিয়ে কয়েকদিন পূযা করেছি,পূযা সেশে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি,এটা আমার ধর্ম,, (জা) অচিরেই সবার কাছ থেকে হেরে গেলে ক্ষমা করিও সবাই// জাবের খান-30/08/2012(জাবের তুমার এস,এস ব্লগ এ এই ডেটে দেখো)