শরীলটা কাঁপতে শুরু করেছে,অস্থিরতা বেড়েই যাচ্ছে,আর পরবো না আর পরবো না,বিদায় মুহুর্ত মনে হচ্ছে,অভাগার সহজ মৃত্যুর জন্যে দুয়া করবেন,আজ রাত কাটাবো কেমনে?ও আল্লাহ এ কেমন বিচার তুমার?আল্লাহ মানুষ দুশমনকে ও এমন সাজা দেয় না আল্লাহ! ও আল্লাহ আমার জান শান্ত করো!ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আমার!আল্লাহ ওরে তুমি সুখে রাখিও আল্লাহ,ওর সব মনের আশা পুর্ণ করো তুমি আল্লাহ,অরে আজ তুমার হাতে সঁপে দিলাম আল্লাহ! আমার আনামত আল্লাহ তুমি রাখিও আল্লাহ!ও আল্লাহ আমার মনে একটু শান্তি দাও!আজ রাতটা পার করো! নয় আমারে তুমার কাছে নেও আল্লাহ!
আজ শুক্রবার-31/08/2012 লিখলাম রাত 09.35 পি.এম এ-জাবের খান,কচুরগুল,জুড়ী,সিলেট,বাংলাদেশ ।