স্বপ্নের উনিশ তারিখ আর দুই হাজার বারো এর নয় মাস:(বুধবার-19/09/2012)

এই যে দুনিয়াতে কত মানুষ আছে-এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তুমার মাঝে খুঁজে পেলাম মন-সারা দুনিয়া জুড়ে হয়ে গেলাম তুমার আপনজন-আজ নিজেকে হাজার কষ্টের মাঝে এক জন ভাগ্যবান মনে হচ্ছে,জানিনা এই পরম সুখ পাখী আমার জীবনে কেনো উঁকি মারলো,জদি কাঁটার আঘাত পাই আর কুনোদিন দেখা হবে না,কথা হবে না তুমাদের মাঝে,হারিয়ে যাবো এক পরম অজানায়,আর ফিরবো না,কুনোদিন ও না,