তুমায় নিয়ে লেখা,জীবনের প্রতিটি পাতায় যেনো তুমি

ওযে এসেছিল বসেছিল পাশে বহুদিন পর
যুগান্তরের পঞ্জিভূত কত কথা মুখরিত রাত ভর।
সেদিন সব বাঁধার প্রাচীর দিয়েছিল সে টুটে,
আমায় আপন করিয়া সে আমায় নিয়েছে লুটে।
দেবতা জানে আমিও জানি তুমিও কি জেনে ছিলে,
কত যে রাত কেটে যায় মোর অশ্রু সিক্ত জলে।
আজ বড় স্বাদ হয় তোমার অধরে একটি কবিতা লিখি,
আজ বড় স্বাদ হয় তোমার বুকে অষ্ট প্রহর থাকি।
হে প্রেমময় ঈশ্বর হে পৃথ্বিরাজ...
মিলনের এই ক্ষণে সুখ তারাকে বল; দু-দন্ড দাঁড়িয়ে থাকতে আজ।