কাল হয়তো থাকবো না...
কেউ মনেও রাখবে না
আছি কিনা বেচে নেবে না কেউ খবর
হয়তো কোথাও হবে আমার কবর ।।
বাস্তবকে মিথ্যে করে এমন সাধ্য কার আছে !
সুখ দুঃখ ভালবাসা মরে গেলে সবই মিছে ।।
তবুওতো মানুষ ঘোরে মরিচিকার পিছে. . .
নিজস্ব যে অরণ্য আমি গড়েছি, তাতে শুধু তোমারই বিচরণ
মিথ্যে বলবো না...! আমার প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই♥
রাতে ঘুমের দেশে যাবার সময়,যে ভাবনা আমাকে আচ্ছন্ন করে তা শুধুই তুমি
তোমাকে পাবার আশায় পৃথিবী ছাড়তে ও কোন আপত্তি নেই♥
তোমাকে ছাড়া যে বাঁচবো না , এর চেয়ে বড় কোন সত্যি নেই...