কেনো আজ এতো দূরে তুমি,এটাই কি তুমার ইচ্ছা ছিলো?-2

মনে হয় আর বেশিদিন ভালো থাকতে পারবোনা,
পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুড়তে হবে। এছাড়া আর কোন পথ দেখছি না।
মনের উপর যদি এত দুঃখের চাপ থাকে, আরেক দিকে ট্যানশন,
কিছুই ভালো লাগতেছে না কিযে করি। ও আল্লাহ্‌ আমার জীবন থেকে তো সব কিছুই কেঁড়ে নিলে, কেন নিশ্বাস টুকু কেঁড়ে নাওনা। তাহলে তোমার এই সুন্দর পৃথিবীর মানুষ নামে নিষ্টুর জানোয়ার দের থকে মুক্তি পেতাম।