আমি তোমার,চিরদিন তোমার,হয়তো তুমি বদলাতে পারো তবে আমি এই প্রাণ থাকতে নয়

আমি একই আছি !
কিছুই বদলায়নি..
ভেবেছি কতনা আপন!যাদের
বদলে গেছে তারা ।
ভেবেছিলাম
পৃথিবীও হয়তো বদলাতে পারে
বদলাতে পারে জীব ও জড় সকল
বদলাতে পারে চন্দ্র-সুর্যের গতিপথ
তবুও আমরা রবো চির অম্লান ।
ভাবনা আমার কতই না ভুল প্রমানিত হলো!
দু'দিনেই হারিয়ে গেল
সকল আশার মিথ্যে আলো ।।