আমার জীবন-মরণ সব তুমি,তুমি আমার বেঁচে থাকার সেষ নিশ্বাস,জীবন তুমার জন্যে

"তোর রিনি-ঝিঁনি কাঁকনের ছন্দ নির্ঘুম স্বপ্নে বাঁজে রে,আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে-তরে রংধনু সাত রংঙে রাঙিয়ে ফুলদানী সাজিয়ে রাখবো,আর কপালেতে নীল টিপ পরিয়ে প্রেমেরই আল্পনা আঁকবো.."