দৃষ্টির সীমানা ছেড়ে চলে যাবো আজ বহুদুরে
পাহারায় দিয়ে রাখে এই মন তোমাকে হৃদয়
নিড়ে। তুমি থাকো নিজের সুখে, আমাকে একা রেখে দুঃখে
মনে রেখো তুমি ছিলে একজন হাজার মানুষের
ভীরে। সুখে থেকো ভালো থেকো প্রতিদিন আমার
কথা তুমি ভেবনা
ভুলে যেও পুরোনো আমাকে তোমাকে অভিশাপ
দেবোনা। আজ চলে যাই অনেক দূরে জীবনের সীমানা ছেড়ে
মনে রেখো তুমি ছিলে একজন হৃদয়ের ছোট্ট
কুঠিরে। জানি মনে পড়ে যাবে একদিন যে ছিল তোমারই
সাধনা
স্মৃতি গুলো খুজে পাবে হয়তো আমাকে শুধু
খুজে পাবেনা। দু চোখে জল আসবে তোমার বুকে কষ্ট ব্যাথার
পাহাড়
বলবেনা কেউ আর
তোমাকে শুয়ে আছি একাকী কবরে।