
আজ নিজের বয়স প্রায় উনিশ বছর,আজো মানুষের উপকারের কথা ছাড়া অপকারের কথা ভাবিনি কুনোদিন.ভালোবাসি মানুষকে.কিন্তু মানুষ কেনো এত নিচে নামে?যাদের ভালো বলে জানি তারা ও দেখি কুকুরের বাচ্চাদের চেয়ে ও বেশী কুকুর.জানোয়রের মত মানুষদের জন্যেই অপরাধ বাড়ে সমাজে,ইচ্ছা করছে ওই জানওয়ারদের গলা টিপে মারি,লজ্জা করে না কেনো ওদের?মানুষকে নিয়ে সমালোচনা করে ওই কুকুরগুলা কেমন আরাম পায় একবার যদি জানতে পারতাম,