
কষ্ট পেলেই মানুষ কাঁদে,দুঃখ পেলে কাঁদে,আজ আমার ও সেই এমন এক দিন,ভেবেছিলাম নিজেকে অনেক কিছু,সব আশা সব ভরসা যেনো বিলীন হতে চলেছে,আমি কেনো বার বার ভুলে যাই কষ্টের জীবন আমার,নিজেকে কেনো স্রোতের বিপরীতে ভাবিনা,আজ আমি একা বড়ই একা,কেউ নেই আজ আমার,এই দুঃসময়ে আমি নিজেকে হিমশিম খাচ্ছি,কাকে আজ আমার কষ্টের শামিল করবো,কেমন করে বলব কাউকে আজ আমি কতটা অসহায়,এই জীবন যোদ্ধে আমি বড়ই অসহায়-আজ15/10/2012 সমবার,জাবের