এই পৃথিবী আমার উপর ভেঙ্গে পরছে
যখন তোমার খুব কষ্ট হয় তখন মনে হয়
উল্কা পিণ্ড আমার হৃদয়কে হাতছানি দিচ্ছে
যখন তুমি হাস তখন মনে হয়
আমি শান্তির বৃষ্টিতে ভিজতেছি
যখন তুমি আমায় বল " আমি তোমাকে ভালবাসি "
তখন মনে হয় আমি এই পৃথিবী পেয়ে গেছি ......
কারন আমার পৃথিবী হলে তুমি শুধুই তুমি ...