আজ পরম শান্তির দিন আমার,অদৃশ্য স্বপ্ন আমার বস্তব হতে যাচ্ছে,তুমিও আমায় কাঁদালে?

দেখার জন্য খুঁজছি না,
শোনার জন্য বলছি না,
ভালোবাসার জন্য ডাকছি না...

আজ আর কিছুই আমি চাইছি না,
তবুও এক অদ্ভুত না পাওয়ার শূন্যতা থেকে
নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছি না...

এই শূন্যতা কেবল আঁকড়ে ধরছে আমায়,
আর আমি হারিয়ে যাচ্ছি,
দূর কোন অজানা সীমানায়..................।।