দোয়া করো মা চোখের আড়াল হলে,ক্ষমা করিয়ো বাবা জন্ম দিয়েছো বলে-

মা-বাবা কি চীজ আমি জানিনা,জানবো কি করে,জীবন চলার পথে শুধু বড় চাচার আদরই পেয়েছি,আর ওরাও আমার খেয়াল নেয়নি তেমন,মাথা থেকে পা পর্যন্ত সবখানেই চাচার অবদান,আজ বড়ই আফসোস লাগে যখন দেখি আমার বন্ধুরা তাদের মায়ের কোলে মাথা রেখে ঘোমায়,সুখ-দুঃখের সাথী বানায় মা-বাবাকে,আর যখন দেখি ওদের মা-বাবার আদর,আর সহ্য করতে পারিনা,সত্যিই নিজেকে মনে হয় যেনো আমি ওদের পালক সন্তান,যদি তাই হয় আল্লাহ তা প্রমাণ হয়ার আগেই যেনো আমার শেষ নিস্বাস হয় পৃথিবীতে,লিখতে বড়ই কষ্ট হলেও আজ লিখছি,নিজেকে প্রমান করার জন্যে,আজ আমি একা,বড়ই একা,চাচা আজ সংসারমুখী,আমিও চাচাকে আর জ্বালাতন করি না,করবো ও না,মা-বাবা তোমাদের আমি বড়ই ভালোবাসি,একদিন হয়ত বুজবে,যেদিন কোথায় খুঁজে পাবে না আমায়,তোমাদের পরম আত্মার কাছে আমার আকুল মিনতি-দুয়া করো আমার জন্যে,যেদিন চলে যাব এক বুক কষ্ট নিয়ে যাবো.