আজ 15/01/2013,আর রাত 01.50এ.এম তোমায় ভালোবাসার একটি বছর

আজ 15/01/2013, ঠিক এই দিনে এই সময়ে রাত 01.50এ.এম এ আমি তোমাকে আমার সারাজীবনের জন্যে ভালোবেসে ছিলাম.বলেছিলাম (I Love You Jakia). তোমার হাত ধরে ছিলাম প্রথমে শুধু তোমাকে বাঁচাতে,আর আজ আমার বাঁচা মরা শুধু তুমি,একটাই সুর আমার- "তুমি কষ্টে কান্নায় ভরা যন্ত্রনা, তুমি ভোর রাত্রির প্রার্থনা."জাকিয়া আজ অনেক ভালোবাসি তোমায়,নিজের জীবনের চেয়ে ও বেশী.কাল আমার জীবনের বড়ই আনন্দের দিন,এই ভেবে যে এখনো সেই আগেরই মত তোমায় ভালোবাসি,হয়ত আগের ছেয়ে অনেক বেশী.আজো আছি আমি সেই পাড়ী দেয়া দিনগুলির মত,আর দুর্ভাগ্য আমায় দেখো..কাল তোমার হাতে একটা চীজ ও দিতে পারবো না,এত চেষ্টা করেও পারলাম না,আমায় ক্ষমা করো তুমি,অভাব আমায় বিচ্ছিন্ন করে দিলো এই আনন্দ থেকে.শুধু এক বুক ভালোবাসা নিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমায় হায়াতে ত্যাইবা দান করুন,আল্লাহ তুমার সারাজীবন চির সুখের করেন,দুয়া করি আল্লাহ আমার সারা সুখ-শান্তি,ইবাদত দিয়ে তোমায় সুখে রাখেন,"হাজারো বছর বেঁচে থাকো তুমি বুকে নিয়ে স্বর্গের সুখ-দুঃখ ব্যাথা সব-ই ভুলে যাই যে দেখলে তুমার ওই মুখ,ফুল ও তুমি ফাল্গুন ও তুমি গন্ধ বিলাও সারাক্ষণ-"আজ ফজরের নামাজ পড়ে তোমার জন্যে দোয়া করব,যদিও প্রতিদিন প্রতিটা ইবাদতে করি তবুও আজ অন্য দিনের চেয়ে আলাদা,আল্লাহ যেন কোনদিন তুমায় আমার কাছ থেকে না সরান.সত্যি তোমায় পেয়ে অনেক ভাগ্যবান আমি,জীবনের প্রতিটা নিস্বাশে শুধু তুমি,জাকিয়া বেঁচে থাকো চিরকাল,চিরঅমর হয়ে আমার ভালোবাসায়..................................................
(জাবের-15/01/2013 মঙ্গলবার রাত 01.50এ,এম)