আজ 14/04/2013 ইংরেজী,বাংলা নববর্ষ,ঠিক এই দিনে বিগত বছরে তোমার এস.এম.এস ছিলো-(Notuner barta nia asechy Boishak,Bagalir hridoy rogin kore diya pritibitake sobuj kore dia prokriti ta k,anonde vore diye monta k,R sovai sajiyechy ak notun saje,Happy Bangali New years day, )
আর আজ তুমি হারিয়ে গেলে,সবকিছু মেনে নিতে পারে না সবাই,আজো আমি আছি সেই আগেরি মত,
জাকিয়া শুভ নববর্ষ জানাই তোমাকেঃ- গত বছর এই দিনে তুমি ছিলে,আজ নেই,আজ আর আমায় তুমি জানাবেনা "শুভ নববর্ষ".কতটা কষ্ট নিয়ে প্রতিটা মুহুর্ত পার করছি তা শুধু ওই উপরওয়ালা জানেন,জাকিয়া আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়া করি,হাজারো বছর,লাখো লাখো বছর বেঁচে থাকো তুমি,পুর্ণ হউক তোমার মনের সকল আশা,প্রিয়জন আর পরিবার নিয়ে আনন্দের মুখরিত হউক তোমার নতুন বছরের প্রতিটা দিন,আল্লাহ তোমাকে হায়াতে ত্যাইবা দান করুন,জাকিয়া-//শুভ নববর্ষ//
-জাবের