ভালোবাসি তোমায়,জীবনের চেয়ে বেশী,সার্থক হবে যদি মরতে পারি তোমায় ভালোবেসে

আজ বদলে গেছো তুমি,আগের মত নয় একদম,আমি তো সেই আগেরই মত এখনো আছি,মুর্তির মত পথ চেয়ে আছি তোমারই,হাজার কষ্ট.হাজারো কান্না এই ছুট্ট জীবনে জড়িয়ে আমি পথ চলছি.কষ্ট আমার নিত্য সঙী.জানো কেনো?অভাব.অভাব আমায় হানা দিয়েছে,আমি সুস্থ নই.তোমার চিন্তায় আজ মস্তিষ্কে পঁচন ধরেছে.আজ সারা দুনিয়া ভুলে গেছি আমি.নিজের অস্থিস্ত পর্যন্ত.
আল্লাহর কাছে আমার দোয়া ভুলোনা আমায়,আল্লাহ তুমায় আমার কাছ থেকে যেন কোনদিন আলাগ না করেন.
(az 16/02/2013 sonibar)