কেনো আজ এতো দূরে তুমি,এটাই কি তুমার ইচ্ছা ছিলো?-1
সেই বৃষ্টির মতই ঝুম করে এসেছিল, ভিজিয়ে দিয়ে চলেও গেছে মেঘ হয়ে। ভিজে যাওয়া পৃথিবীটা হাতে নিয়ে, একা আমি বসে আছি, শেষ দিনের রুদ্ধশ্বাস প্রতীক্ষায়। যদিও চলে গেছিস, অভিশাপ দিবো না তোকে। তবে, ভালো থাকিস তুই। আমি হয়তো ভালো থাকবো না। তাতে কষ্ট পাস না তুই। ভেবে নিস, কেউ কেউ জন্মগ্রহণ করে ভালো না থাকার জন্য, কারো কারো জন্মই হয় অপেক্ষায় থাকার জন্য। এক জীবনে তো সবাই সব কিছু পায়না। আমিও নাহয় সেই না পাওয়ার দলে থাকলাম। এ জীবনে তুই অন্য কারো কিন্তু পরজীবনে তোর হাত টা আমি ছাড়ব না। মনে রাখিস...