আজ আমি একা,সব হারিয়ে যেনো ক্লান্ত পথিক আমি,হেরে গেছি যেনো জীবনের কাছে

হায়রে জীবন,আমায় এ কুন পরিস্থিতির মোড়ে এনে খাড়া করলে,যা ভাবিনা তাই হয় আমার জীবনে.আমার জীবনের প্রতিটি সেকেন্ড মুল্যবান.আজকের ব্লগ পোস্ট এক রকম আর মাএ এক মাস আগের পোস্ট এক রকম,তবে একই রকম.মাঝের মাএ ক্ষণেকের সময় ছিল আমার জীবনের সুখের.কষ্টের জীবন আমার.তবে একাই আমি.বড়ই একা আমি.আজ নিজেকে একেবারে নিস্ব লাগছে,কেউ নেই কিছু নেই আমার,আমি এক ভূমিহীন জমিদার.